• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এটিএম বুথে ১২ লাখ রুপি কুচিকুচি করল ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জুন ২০১৮, ২০:৫৯

ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার(এসবিআই) একটি এটিএম বুথের প্রায় ১২ লাখ ৩৮ হাজার রুপি কেটে কুচিকুচি করে ফেলেছে ইঁদুর। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত ২০ মে থেকে তিনসুকিয়া জেলার লাইপুলি এলাকার বুথটি বিকল হয়ে পড়েছিল। গত ১১ জুন এটি মেরামত করতে যায় কিছু মেরামতকর্মী। তারা ২ হাজার এবং ৫০০ রুপির কুচিকুচি করা নোটগুলো দেখে অবাক হন।

ব্যাংকটির কর্মকর্তাদের মতে, গত ১৯ ‘এফআইএস: গ্লোবাল বিজনেস সল্যুশন’ নামের গুয়াহাটির একটি আর্থিক প্রতিষ্ঠান বুথটিতে ২৯ লাখ রুপি জমা করে।

তিনসুকিয়ার একজন সাংবাদিক নিশ্চিত করেন, এর পরের দিন থেকেই এই বুথটি বিকল হয়ে যায়।

গত কাল সোমবার(১৮ মে ২০১৮) ব্যাংকটির এক কর্মকর্তা জানান, আমরা ১৭ লাখ রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তবে প্রকৃতপক্ষে ঘটনাটি এমন কিনা সেই ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। তাই ঘটনাটি তদন্ত করতে তিনসুকিয়া থানায় অভিযোগ করেছে সরকারি ঋণদাতা সংস্থাটি।

রুপি নষ্টের ঘটনাটি প্রথম জানতে পারা সাংবাদিক বলেন, একটি এটিএম ‘আউট অব সার্ভিস’ হওয়ার জন্য ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত যথেষ্ট সময়। এছাড়া এত দেরিতে বুথটি মেরামতের উদ্যোগ নেয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে মানুষের।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh