• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নেদারল্যান্ডসে বাস উঠিয়ে হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুন ২০১৮, ১২:৪৭

নেদারল্যান্ডসে কনসার্ট ফেরত ব্যক্তিদের ওপর বাস উঠিয়ে দিয়ে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে, আরঅ্যান্ডবি শিল্পী ব্রুনো মার্স পারফর্ম করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে গেছে এবং তাকে খোঁজা হচ্ছে। তবে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, সেটি একটি সাদা রঙের ছোট গাড়ি ছিল।

দক্ষিণাঞ্চলীয় নেদারল্যান্ডসে লিমবার্গ প্রদেশের ‘পিংকপপ’ কনসার্টে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কনসার্ট বের হওয়ার দুটি বাহির পথের একটির মুখে এই হামলার ঘটনা ঘটেছে। পরে তদন্তের জন্য ওই বাহির পথটি বন্ধ করে দেয়া হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ওই বাসটিকে খোঁজা হচ্ছে।

এদিকে জরুরি কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠিয়েছে। সেখানে ২৫৭ লাইসেন্স নাম্বার প্লেটের একটি ফিয়াট ডায়াবলো গাড়ির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরটিএল নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে একটি ট্রমা হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স ও ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসার তারিখ জানালেন আতিফ আসলাম
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
রাশিয়ায় কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ৪০, বহু আহত
আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্সে’
X
Fresh