• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুন ২০১৮, ০৯:১০

জাপানের ওসাকায় শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪১ জন। খবর ফক্স নিউজের।

সোমবার জাপানের স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমাঞ্চলীয় ওই শহরে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, ভূমিকম্পে একজন ব্যক্তির হার্টবিট বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয় আরেকজনেরও বাঁচার কোনও লক্ষণ দেখা যায়নি।

জাপানের সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত তিনজনের মধ্যে একজন ৯ বছর বয়সী স্কুল শিক্ষার্থীও রয়েছে। তাকে তার বিদ্যালয় চত্বরে মৃত অবস্থায় দেখা গেছে।

সবশেষ খবরে জানা যায়, ওসাকার আইকিয়েদা স্কুল চত্বরের আশ্রয়কেন্দ্রে অনেক শিশু আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, স্থানীয় অনেক ভবনের কাঁচ ভেঙে গেছে এবং কনক্রিটের দেয়ার ধসে পড়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ওসাকায় ট্রেন এবং সাবওয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এদিকে জাপান আবহাওয়া এজেন্সি প্রাথমিকভাবে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানালেও পরে দেশটির অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ বলে নিশ্চিত করে।

জাপান সরকারের মুখপাত্র ইউশিহিদে সুগা বলেছেন, আমরা এখনও ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাইনি।

আরও পড়ুন :

কেএইচ/এসএস/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
X
Fresh