• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিজাব আইনের প্রতিবাদে ইরান যাচ্ছেন না ভারতীয় গ্র্যান্ডমাস্টার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৮, ১৮:৪০

ইরানের এশিয়ান ন্যাশনস কাপ চেস চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন না ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার এবং সাবেক বিশ্ব জুনিয়র গার্লস চ্যাম্পিয়ন সৌমিয়া স্বামীনাথ। ইরানের স্কার্ফ পরার নিয়ম মৌলিক অধিকারে হস্তক্ষেপ বলে ক্ষোভপ্রকাশ করে এমনটা জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় মহিলাদের মধ্যে ৫ নম্বরে এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯৭ নম্বরে থাকা ২৯ বছরের সৌমিয়া তার ফেসবুকের স্ট্যাটাসে জানান, ‘আমাকে জোর করে মাথায় স্কার্ফ বা বোরখা পরতে বাধ্য করা কখনোই ঠিক নয়। ইরানের এই বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইনকে আমি মৌলিক অধিকারে হস্তক্ষেপ হিসেবেই দেখছি। এভাবে আমার ব্যক্তি স্বাধীনতার অধিকার, চিন্তাভাবনার অধিকার ও ধর্মের অধিকারকেও খর্ব করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিজের অধিকারকে রক্ষা করতে হলে ইরানে না-যাওয়াটাই আমার কাছে একমাত্র পথ।’

--------------------------------------------------------
আরও পড়ুন : চার বছরের মধ্যে প্লাস্টিকমুক্ত হবে ভারত: মোদি
--------------------------------------------------------

এর আগে এই একই কারণে ২০১৬ সালে ইরানে এশিয়া এয়ারগান মিট থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন শীর্ষ ভারতীয় শ্যুটার হিনা সিধু।

ক্রীড়াবিদদের ক্ষেত্রে পোশাকের বিষয়ে কোনও ধর্মীয় বাধ্যবাধকতার জায়গা নেই বলে মনে করেন সৌমিয়া স্বামীনাথ।

উল্লেখ্য, ইরানের হামাদানে ২৬ জুলাই শুরু হচ্ছে এশিয়ান টিম চেস চ্যাম্পিয়নশিপ। চলবে ৪ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
রোজার সময় গর্ভবতী মায়ের খাবার-দাবার
গরুর মাংস ৫০০ টাকার কমে বিক্রি সম্ভব : ভোক্তার ডিজি
চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক
X
Fresh