• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতি ভালোভাবেই চলছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ১৮:২৯

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ১২ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার সিঙ্গাপুর বৈঠকের প্রস্তুতি ভালোভাবেই এগোচ্ছে। হোয়াইট হাউজ বলছে, এই দুই নেতা স্থানীয় সময় সকাল ৯টায় মিলিত হবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ওই বৈঠকের ব্যাপারে নিয়মিত ব্রিফও করা হচ্ছে। খবর বিবিসির।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তা টিম তাকে উত্তর কোরিয়া নিয়ে প্রতিদিন ব্রিফ’ করছে।

তিনি বলেন, আমি আপনাদের এও বলতে পারি যে, ১২ জুন প্রথম বৈঠক সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরে ওই বৈঠকটি যখন অনুষ্ঠিত হবে তখন ওয়াশিংটনে সময় হবে মঙ্গলবার ১১ জুন রাত ৯টা।

তবে যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করার পরই কেবল তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে।

এ ব্যাপারে স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি হচ্ছে পিয়ংইয়ংয়ের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করা। তিনি বলেন, তাদের ওপর আমরা অবরোধ দিয়ে রেখেছি। তারা খুব শক্তিশালী। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত আমরা ওই নিষেধাজ্ঞা তুলে নেবো না।

ওই বৈঠকের আর মাত্র এক সপ্তাহ রয়েছে। তবে ঐতিহাসিক ওই বৈঠক নিয়ে জনসম্মুখে খুব বেশি তথ্য প্রকাশ করা হচ্ছে না।

তবে উভয় নেতা শহর রাষ্ট্রটির কোথায় মিলিত হবেন সেটি এখনও অস্পষ্ট।

ওই বৈঠকে কোরিয়ান উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু বিশ্লেষক ধারণা করছেন যে, কোরিয়ান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণার বিষয়টিও ওই বৈঠকে আলোচিত হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
X
Fresh