• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানি রেঞ্জার্সের হামলায় জম্মুতে নিহত ২ বিএসএফ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন ২০১৮, ১৭:৫৯

ভারত-নিয়ন্ত্রিত জম্মুতে পাকিস্তানি সীমান্তরক্ষীদের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। রোববার সকালে জম্মু সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা কোনও কারণ ছাড়াই এলোপাতাড়ি গুলি ছুঁড়লে বিএসএফের দুই জওয়ান নিহত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সকালে জম্মু সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে বিএসএফের দুই জওয়ান নিহত হন।

জম্মুর আখনুর সেক্টরের প্রাগওয়াল এলাকার সীমান্তের অন্যপাশ থেকে পাকিস্তানি বাহিনীই প্রথম গুলি ছোঁড়ে বলে দাবি বিএসএফের।

--------------------------------------------------------
আরও পড়ুন : দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত
--------------------------------------------------------

বার্তা সংস্থা পিটিআইকে বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনও ধরনের উসকানি ছাড়াই তাদের ছোড়া গুলিতে অগ্রবর্তী চৌকিতে থাকা দুই জওয়ান গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন সহকারী ইন্সপেক্টর।

বিএসএফের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, সীমান্তের অন্যপাশ থেকে ছোড়া গুলি যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। বিএসএফের পাল্টা ও উপযুক্ত জবাব দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষের মধ্য গুলিবিনিময় অব্যাহত ছিল।

উল্লেখ্য, মহাপরিচালক পর্যায়ে হটলাইন যোগাযোগের পর গত মঙ্গলবার দুই দেশ জম্মু ও কাশ্মীর সীমান্তে খণ্ডযুদ্ধ বন্ধে ২০০৩ সালে সই করা যুদ্ধবিরতির প্রস্তাব এবং এর মূল ভাব মেনে চলতে সম্মত হয়েছিল।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
X
Fresh