• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হোয়াইট হাউসের অন্দরমহল

ফারজানা সুলতানা

  ০৩ নভেম্বর ২০১৬, ১২:৪৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখন বিশ্ব মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় । কে হবেন হোয়াইট হাউসের বাসিন্দা সে দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। হোয়াইট হাউসের অন্দরমহল কেমন? চলুন দেখে আসি হোয়াইট হাউসের সৌন্দর্য।

ডাইনিং রুম

আলো ঝলমলে এ কক্ষটাই ব্যবহার করা হয় মার্কিন প্রেসিডেন্টের ডাইনিং কক্ষ হিসেবে। কক্ষের দেয়ালে শোভা পাচ্ছে ১৯৬০ সালে রবার্ট ম্যানগোল্ড এর নকশা করা কারুকাজ। আর এ টেবিলেই খাবারের আয়োজন হয় প্রেসিডেন্ট এবং তার পরিবারের।

বেডরুম

এভাবেই সাজানো থাকে মার্কিন প্রেসিডেন্টের শোবার কক্ষটি। ফেব্রিকসের কারুকাজে তৈরি পর্দা আর হালকা রংয়ের সোফা শোভা পায় এ ঘরে।

মিটিং রুম

ডিম্বাকৃতির বসার ঘরে বাদামী, সবুজ, সোনালি আর নীল রং এর প্রাধান্য দেয়া হয়েছে।দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন চিত্রকর্ম।

হোয়াইট হাউজের সেন্টার হল এটি

হোয়াইট হাউসের সবুজঘেরা ছাদ। পর্দায় ঘেরা কক্ষের ভেতর দিয়ে যেমন আকাশ দেখা যাবে, তেমনি চাইলেই সবুজ ঘেরা ছাদের বাইরে গিয়ে আকাশের খুব কাছে যাবার সুযোগও রয়েছে।

ছাদের ঘর

বসার ঘর

প্রেসিডেন্টের পরিবারের বসার ঘর হিসেবে ব্যবহার করা হয় এ কক্ষটি। আরামদায়ক সোফা আর হালকা কারুকাজে সাজানো।

ট্রীটি রুম

রান্নাঘর

হোয়াইট হাউজের রান্নাঘর এটি। এখানে কাজ করেন অসংখ্য কর্মী। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও মাঝে মাঝে কাজ করতে দেখা যায় এ রান্নাঘরে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh