• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বের ভাগ্য বিপদে : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৬, ০৯:০২

যুক্তরাষ্ট্রের জনগণ এবং বিশ্বের ভাগ্য বিপদের মুখে। তাই সমর্থকদের উচিত বাইরে বের হয়ে আসা এবং হিলারি ক্লিনটনকে ভোট দেয়া। নর্থ ক্যারোলিনার সমাবেশে হিলারির প্রচারণায় এভাবেই বক্তব্য রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বললেন, কষ্ট করে অর্জন করা নাগরিক অধিকারের জন্য ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের হুমকি।

সমর্থকদের উদ্দেশে ওবামা বললেন, দেশের নাগরিকদের ভাগ্য এবং এ বিশ্বের ভাগ্য নর্থ ক্যারোলিনার দিকে তাকিয়ে আছে। নর্থ ক্যারোলিনার জনগণকে এটা নিশ্চিত করতে হবে যে, বিশ্ব ঠিক পথে যাচ্ছে।

তিনি আরো বললেন, আমি ব্যালটে নেই। কিন্তু ব্যালটে স্বচ্ছতা আছে। যৌক্তিকতা, ন্যায়বিচার, অগ্রগতি, গণতন্ত্র- সবকিছুই এ ব্যালটে আছে।

এদিকে হিলারির পক্ষে ওবামার প্রচারণা চালানোর সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বললেন, হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করুন এবং দেশ চালানোয় মনোযোগ দিন। সত্যি কথা হলো, আসছে ৪ বছরের জন্য ফের কোনো ওবামাকে চায় না জনগণ।

হিলারি ক্নিনটন দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন এ রিপাবলিকান প্রার্থী।



এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh