• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আলজেরিয়ায় হালাল মাংসের কন্টেইনারে ৭শ’ কেজি কোকেন

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মে ২০১৮, ১০:১১

আলজেরিয়ায় কন্টেইনারে করে মাদক পাচারের সময় ৭০০ কেজি কোকেন জব্দ করেছে দেশটির কোস্টগার্ড। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

জানা যায়, হিমায়িত মাংস নিয়ে ব্রাজিল থেকে রওয়ানা দেয় জাহাজটি। আলজেরিয়ায় প্রবেশের পূর্বে স্পেনের ভ্যালেন্সিয়ায় নোঙ্গর করেছিল এটি।

পশ্চিম আলজেরিয়ার ওরান বন্দরে মালামাল খালাস করার কথা থাকলেও তিনদিন ধরে বন্দর থেকে দূরে জাহাজটি নোঙ্গর করা ছিল। এটা দেখে আলজেরিয়া কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে সন্দেহ হয়।

পরে দেশটির কোস্টগার্ড জাহাজটিকে বন্দরে ভেড়াতে বাধ্য করে। একপর্যায়ে তল্লাশি চালালে এর কন্টেইনারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।

'হালাল মাংস' লেখা বক্সের ভেতরে বিপুল পরিমাণ কোকেন বহন করছিল লাইবেরিয়ার নথিভুক্ত ভেগা মারকুরি নামক এ জাহাজটি।

আরও পড়ুন :

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
অতিরিক্ত কোকেন সেবনে মডেলের মৃত্যু
আলজেরিয়ায় উদ্বোধন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ
কোকেন উদ্ধারের মামলায় বিদেশি নাগরিকের যাবজ্জীবন
X
Fresh