• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাদা বাড়ির চাবি’র দৌড়ে প্রার্থী যারা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ নভেম্বর ২০১৬, ১৯:০০

ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন আরো বেশ ক'জন প্রার্থী। এদের মধ্যে প্রথম সারিতে আছেন ‘লিবারটেরিয়ান পার্টি’র গ্যারি জনসন, ‘গ্রীন পার্টি’র জিল স্টেইন, ‘ইন্ডিপেনডেন্ট পার্টি’র ইভান ম্যাকমুলিন।

তবে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ছাড়া কোন প্রার্থী তেমন আলোচনায় নেই।

চাইলে যেকোন আমেরিকান হতে পারেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট প্রার্থী। ইচ্ছেমতো দল গড়ে প্রার্থী হতে যেমন বাধা নেই, তেমনি এমন অনেক প্রার্থী আছেন যাদের কোন দলই নেই। প্রধান দু’রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি ছাড়াও অসংখ্য ছোট দল আছে দেশটিতে। যারা ‘থার্ড পার্টি’ নামে পরিচিত।

ঐতিহাসিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে দলগুলোর খুব একটা সাফল্য না থাকলেও ভোটে এর প্রভাব পড়ে। কারণ বড় দলের প্রার্থীদের ব্যাপক সংখ্যক ভোট কাটতে পারে তৃতীয় দলগুলো।

থার্ড পার্টিতে ‘ব্যালট অ্যাক্সেস’ ও ‘রাইট ইন’ নামে দু’ধরনের প্রার্থী থাকেন। নির্বাচন কমিশনের ব্যালট পেপারে স্থান পান ‘ব্যালট অ্যাক্সেস’ প্রার্থীরা। তবে নাম থাকে না ‘রাইট ইন’ প্রার্থীদের। ব্যালটে আলাদাভাবে নাম লিখে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হয়।

গেলো কয়েকটি ভোটে ‘ব্যালট অ্যাক্সেস’ প্রার্থী হিসেবে নিয়মিত অংশ নিয়েছে ‘লিবারটেরিয়ান’, ‘গ্রীন’, ‘পিস অ্যান্ড ফ্রিডম পার্টি’সহ কয়েকটি দল। ‘লিবারটেরিয়ান পার্টি’ থেকে গেলোবারের মতো এবারো লড়ছেন নিউ মেক্সিকোর সাবেক গভর্নর গ্যারি জনসন। রানিং মেট হিসেবে আছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর উইলিয়াম ওয়েল্ড। গেলো নির্বাচনে গ্যারি পান প্রায় এক শতাংশ পপুলার ভোট।

এবারো ‘গ্রীন পার্টি’র মনোনয়ন পেয়েছেন ম্যাসাচুসেটসের ডক্টর জিল স্টেইন। রানিং মেট হয়েছেন ওয়াশিংটন ডিসির আজুমা বারাকা। গেলো নির্বাচনে .৩৬ শতাংশ পপুলার ভোট পেয়েছিলেন জিল।

এবারো প্রার্থী দিয়েছে ‘কনস্টিটিউশন পার্টি’। দলটির প্রেসিডেন্ট পদে আছেন টেনেসির অ্যাটর্নি ড্যারেল ক্যাসেল। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ ও ন্যাটোমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটার টানতে চাইছেন তিনি।

গেলো নির্বাচনে সবচেয়ে কম ৫১৮ ভোট পাওয়া ‘প্রোহিবিশন পার্টি’ লড়ছে এবারের নির্বাচনেও। তবে জ্যাক ফেলুর পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন জিম হেজস্।

এছাড়া ব্যালটে নাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘রিফর্ম পার্টি’র রকি ডি লা ফুয়েন্ট, ‘পিস অ্যান্ড ফ্রিডম পার্টি’র গ্লোরিয়া লা রিভা, ‘ওয়ার্কার্স ওয়ার্ল্ড পার্টি’র মনিকা মুরহেড, ‘সোশালিস্ট পার্টি ইউএসে’র মিমি সল্টিসিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইভান ম্যাকমুলিন, ‘ভ্যাটেরানস্ পার্টি অব অ্যামেরিকা’র ক্রিস কেনিস্টন, ‘নিউট্রিশন পার্টি’র রড সিলভা, ‘সোশ্যালিস্ট ইকুয়্যালিটি পার্টি’র জেরি হোয়াইটসহ অনেকে।

গেলো নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ে তেমন সাড়া পাননি এসব প্রার্থী। তবুও হাল ছাড়তে নারাজ। তাই এবারো তারা প্রার্থী। এছাড়া বিপুলসংখ্যক ‘রাইট ইন’ প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজ্যে ভোটযুদ্ধে সামিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh