• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফুরফুরে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অলনাইন

  ০২ নভেম্বর ২০১৬, ১৬:০৮

মার্কিন নির্বাচনের সপ্তাহখানেক আগেই ফুরফুরে মেজাজে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবশেষ জনমত জরিপে হিলারির চেয়ে নাটকীয়ভাবে এগিয়ে গেলেন তিনি। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ট্রাম্পের সমর্থকেরা।

তবে হিলারিও থেমে থাকছেন না। এবার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘নারী উত্যক্তকারী’ বললেন তিনি।

মঙ্গলবার ফ্লোরিডায় সমাবেশে তিনি বলেন, নারীদের বাহ্যিক দিক নিয়ে কটুক্তি করে আসছেন ট্রাম্প। নারীদের উপহাস, অপমান, লাঞ্ছিত এবং ছোট করার ত্রিশ বছরের ইতিহাস তার। এমন প্রার্থীকে মার্কিন প্রেসিডেন্ট না করার আহ্বান জানান এ ডেমোক্রেট।

নারী ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করে সমাবেশে হিলারিকে আনুষ্ঠানিক সমর্থন জানান সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাশাদো।

এদিকে হিলারিকেও পাল্টা আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনের সমাবেশে হিলারিকে দুর্নীতিবাজ বলে অভিহিত করে বলেন, প্রেসিডেন্ট হলে আমেরিকার স্বাস্থ্য সেবাকে চিরতরে ধ্বংস করে দেবেন তিনি। হিলারিকে ভোট দিতে ভোটারদের দ্বিতীয়বার ভাবতে বলেন এ ধনকুবের।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh