• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হলেন সাবেক প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে ২০১৮, ১৮:৩২

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলক। ২৮ মে সোমবার এ ঘোষণা দেয়া হয়েছে। খবর ডন।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা খুরশীদ শাহ। এতেই তিনি ওই ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও সংসদ স্পিকার আইয়াজ সাদিকও উপস্থিত ছিলেন।

শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলকের বিষয়ে কারও কোনও অভিযোগ নেই। তিনি সবার কাছেই গ্রহণযোগ্য। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নাসিরুল মুলক এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন। আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। একইদিন শেষ হবে চলমান জাতীয় সংসদের মেয়াদ।

মেয়াদ শেষ হলেই পাকিস্তানের ক্ষমতা চলে যাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এ সরকারই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh