• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কঙ্গোয় নৌকাডুবির ঘটনায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ মে ২০১৮, ১১:৪০
ফাইল ছবি

আফ্রিকার দেশ কঙ্গোর উত্তরপশ্চিমে কঙ্গো নদীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। সুয়াপা প্রদেশের ভাইস গভর্নর রিচার্ড এমবোয়ো ইলুকা বলেছেন, বৃহস্পতিবার একটি গ্রাম থেকে যাত্রা করা ওই নৌকাটি এমবানদাকা শহরের দিকে যাচ্ছিল। কিন্তু নৌকাটি উল্টে যায়। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের।

তিনি বলেন, ঘটনা তদন্ত ও মৃতের সংখ্যা নির্ধারণে সেখানে একটি টিম পাঠানো হয়েছে।

এমবোয়ো ইলুকা বলেন, আমি জানি না ওই নৌকায় কতজন ছিল বা তাদের মধ্যে কতজন জীবিত আছেন। আর ওই দুর্ঘটনার কারণও আমার জানা নেই।

তিনি আরও বলেন, ওই নৌকাটি রাতের বেলা চলাচল করছিল এবং সেটিতে কোনো আলো ছিল না।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট: পুতিন
--------------------------------------------------------

কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম। আর এর গভীরতা ২২০ মিটারের বেশি যা বিশ্বের গভীরতম।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় রাস্তা ও রেল যোগাযোগ খুব একটা উন্নত নয়। তাই নৌপথই দেশটিতে সবচেয়ে ভালো যাতায়াত ব্যবস্থা। তবে সেখানে নৌকাগুলো প্রায়ই জনাকীর্ণ থাকে এবং দুর্ঘটনা খুব স্বাভাবিক।

এর আগে গেলো মাসে একটি সশস্ত্র গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর সহিংসতা থেকে বাঁচতে নৌকায় করে নদী পার হওয়ার সময় ৪২ জন গ্রামবাসী নিহত হয়।

কঙ্গোয় ইবোলা সংকট বৃদ্ধির মধ্যেই নতুন এই দুর্ঘটনার খবর সামনে এলো। চলতি মাসেই দেশটিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু
X
Fresh