• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কানাডায় রেস্তোরাঁয় বোমা হামলা, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মে ২০১৮, ১৬:৪৮

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাওঙ্গা শহরে একটি ভারতীয় রেস্তোরাঁয় বোমার বিস্ফোরণে অন্তত ১৫ জন লোক আহত হয়েছেন। পুলিশ জানাচ্ছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বোম্বে বেল রেস্তোরাঁয় ওই বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা দুই তরুণ। এক টুইট বার্তায় এটি জানিয়েছেন পিল রিজিওনাল পুলিশ। তারা বলছে, ওই হামলার পর তারা রেস্তোরাঁ থেকে পালিয়ে যায়।

হামলার পর আহতদের একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর গুরুতর আহত তিন ব্যক্তিকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নাজিব রাজাকের অ্যাপার্টমেন্টে মিলল ৩ কোটি ডলার
--------------------------------------------------------

ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জিন্সপরিহিত মাঝারি উচ্চতার ওই দুই তরুণ হুডি দিয়ে তাদের চেহারা ঢেকে রেখেছে।

এদিকে এই হামলার লক্ষ্যবস্তু কে ছিল বা এর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

মিসিসাওঙ্গা কানাডার অন্যতম একটি বড় শহর। এখানে অনেক নতুন অভিবাসী থাকেন ও কাজ করেন।

গেলো মাসে কানাডার সর্ববৃহৎ টরেন্টো শহরে এক ব্যক্তি পথচারীদের ওপর ভ্যান তুলে হামলা চালানোর পর মিসিসাওঙ্গা শহরে এ ঘটনা ঘটলো। ওই হামলায় ১০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছিলেন।

ওই হামলার পরপরই গ্রেপ্তার করা হয় ২৫ বছর বয়সী চালককে। পুলিশ জানায়, ওই ব্যক্তির ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ!
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশে!
X
Fresh