• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে ২০১৮, ২০:০১

দ্বিতীয় মেয়াদে আবারও ছয় বছরের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। রোববার তাকে বিজয়ী ঘোষণা করেছে ভেনিজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।

জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান তিবিসেই লুসেনা জানান, ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে মাদুরোর পক্ষে ৬৭.৭ শতাংশ ভোট পড়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন ২১.২ শতাংশ ভোট পেয়েছেন।

দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে এবারের নির্বাচনে মাত্র ৪৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এতো কম সংখ্যক ভোট গ্রহণ, তাতেও আবার কারচুপির অভিযোগ এনে ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নির্বাচন বর্জন করেছেন দেশের প্রধান বিরোধী দলীয় প্রার্থী হেনরি ফালকন।

এসময় তিনি বলেন, এ নির্বাচন প্রক্রিয়াকে আমরা বৈধ বলে স্বীকার করি না। আমরা নির্বাচন বর্জন করছি। দেশে পুনরায় নির্বাচন দিতে হবে।

৯০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে দেশের জাতীয় নির্বাচনী কাউন্সিলের প্রধান তিবিসে লুসেনা বলেন, ৯০ শতাংশ ভোট গণনার মধ্যে ৬৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ৫৫ বছর বয়সী নিকোলাস মাদুরো। আর হেনরি ফালকন পেয়েছেন ২১ দশমিক ২ শতাংশ ভোট। যা সংখ্যা হিসেবে মাদুরো ভোট পেয়েছেন ৫৮ লাখ এবং ফালকন ১৮ লাখ।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন
প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
X
Fresh