• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মে ২০১৮, ১০:৫৪
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পর জর্জিয়ার একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানাচ্ছেন, শুক্রবার রাতে জোনেবোরোয় মাউন্ট জায়ন হাইস্কুলের পার্কিং এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর ফক্সএইটের।

ক্লেটন কাউন্টি দমকল বিভাগ জানিয়েছে, ওই বন্দুক হামলার পর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন। যাদের মধ্যে একজন পরে হাসপাতালে মারা যান। আর তৃতীয় ব্যক্তি একজন গর্ভবতী নারী, যাকে ধাক্কা দেয়ায় তিনি আহত হয়েছেন।

দমকল বিভাগ জানাচ্ছে, একজন আহত ব্যক্তিকে আটলান্টা মেডিকেল সেন্টার আরেকজনকে পিয়েডমন্ট হেনরি হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তৃতীয় ব্যক্তিকে সাউদার্ন রিওজিনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুক হামলায় নিহত ব্যক্তি একজন নারী বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, ওই নারীর বয়স চল্লিশের কোঠায়।

পুলিশ এর আগে জানিয়েছিল যে, বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। তারা জানান, একটি সমাপনী অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে।

তবে সন্দেহভাজন ব্যক্তি, তার উদ্দেশ্য বা হতাহতের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।

এর আগে শুক্রবার সকালে টেক্সাস অঙ্গরাজ্যের সান্টা ফে হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ওই হামলায় আরও ১০ জন আহত হয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে গত আট দিনে এটি স্কুলে চতুর্থ এবং চলতি বছরে ২৩তম বন্দুক হামলার ঘটনা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
হাইস্কুলের প্রধান শিক্ষকই কলেজের পিয়ন
যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪
X
Fresh