• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজায় গণহত্যার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মে ২০১৮, ২২:২৮
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন। তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরায়েল পুরোপুরি নির্বিচার বলপ্রয়োগ করেছে। এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন। খবর বিবিসি, পার্সটুডের।

আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি গাজা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, গাজাবাসীরা বিষাক্ত এক বস্তিতে আটকা পড়েছে। তাদেরকে মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : টেক্সাসে স্কুলে ফের বন্দুক হামলা, নিহত ৮
--------------------------------------------------------

নাকবা দিবসে ইসরায়েল গাজায় যাদের হত্যা করেছে তাদের অনেকেই একেবারেই নিরস্ত্র ছিল বলে তিনি জানান।

জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেন, ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের গাজাবাসীর সার্বিক অবস্থার প্রতি দায়িত্ব রয়েছে।

গেলো সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গাজায় বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে দুই হাজার সাতশ’ জন আহত হয়েছেন।

ইসরায়েলের একজন কূটনীতিক বলেছেন, গাজার জঙ্গি ইসলামিস্ট শাসকরা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে।

ইসরায়েল সরকারের দাবি সোমবারের ওই বিক্ষোভে জঙ্গিরা বিক্ষোভকারীদের ছদ্মবেশে ইসরায়েলের ভেতর ঢুকে হামলার পরিকল্পনা করেছিল। যদিও অধিকাংশ ফিলিস্তিনিই সীমান্ত বেড়ার বহু দূর থেকে বিক্ষোভ প্রদর্শন করে। আর অল্প সংখ্যক বিক্ষোভকারী ইসরায়েলি বাহিনী লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং কেউ কেউ সীমানা বেড়া ভাঙার চেষ্টা করে।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
X
Fresh