• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমেরিকা সরে গেলেও ইরানের পাশে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মে ২০১৮, ২০:৫৭

জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালেও নিজেদের বাণিজ্য স্বার্থ রক্ষায় ইরানের পাশে থাকছে ইউরোপ।

আগে থেকেই ইরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া ও চীন। এবার দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আগামী মঙ্গলবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। খবর বিবিসি ও রয়টার্স।

ইরানের সঙ্গে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়াকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের মূল্য ফ্রান্স দেবে না।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই যুক্তরাজ্যের।