• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকা সরে গেলেও ইরানের পাশে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মে ২০১৮, ২০:৫৭

জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালেও নিজেদের বাণিজ্য স্বার্থ রক্ষায় ইরানের পাশে থাকছে ইউরোপ।

আগে থেকেই ইরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া ও চীন। এবার দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আগামী মঙ্গলবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। খবর বিবিসি ও রয়টার্স।

ইরানের সঙ্গে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়াকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের মূল্য ফ্রান্স দেবে না।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই যুক্তরাজ্যের।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে জোর ভারতের
--------------------------------------------------------

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ইরানকে এই চুক্তির মধ্যে রাখতে যা করা দরকার, তাই করবে জার্মানি।

এদিকে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়া ‘গভীর হতাশার’ বলে জানিয়েছে রাশিয়া।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, চুক্তিটি টিকিয়ে রাখার চেষ্টা করবো আমরা। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি টিকিয়ে না রাখা গেলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ফের শুরু করতে প্রস্তুত আমরা।

আমেরিকার চুক্তি বাতিলের প্রভাব ইতোমধ্যে দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতাও বাড়ছে। এয়ারবাস, টোটাল, রিনল্ট ও পিউজিয়টের মতো বেশ কিছু ইউরোপীয় কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
X
Fresh