• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের আগে ফের ই-মেইল তদন্ত কেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৬, ১০:৫১

মার্কিন নির্বাচনের বাকি ৮ দিন। নির্বাচনের সপ্তাহখানেক আগে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছে তার প্রচারণা শিবির।

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ফ্লোরিডাতে নির্বাচনী প্রচারণায় বললেন, নির্বাচনের দু’সপ্তাহের কম সময় আগে এফবিআইএ’র এ ঘোষণা নজিরবিহীন ও গভীর সমস্যাগ্রস্ত।

এ ব্যাপারে এফবিআইএ'র পরিচালক জেমস কোমি বলেন, নতুন এ ই-মেইলের বিষয়ে জানানোটা তিনি নৈতিকতা বোধ থেকে করছেন। আমেরিকার জনগণকে ভুল পথে পরিচালিত করতে চান না বলেও জানান তিনি।

এদিকে ফের ই-মেইল তদন্তের ঘোষণায় হিলারি সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এফবিআইয়ের পরিচালক জেমস কোমি।

এ পরিস্থিতিতে সুযোগ হাতছাড়া করছেন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ওয়াটারগেটের পরই হিলারির ই-মেইলের বিষয়টি সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি।

২০১৫ সালে প্রথম হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগটি উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh