• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্ধারিত এলাকায় নিরাপদ থাকবে রোহিঙ্গারা: মিয়ানমারের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মে ২০১৮, ১৯:০৬

রোহিঙ্গাদের জন্য নির্ধারিত এলাকায় তারা নিরাপদ থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইং।

দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান তিনি।

রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করে মিন অং হলাইং বলেছেন, বাঙালিরা কখনোই বলবে না যে সেখানে তারা খুশিমনে গেছে। তাদের অনেক কষ্ট হয়েছে বা তাদের ওপর নির্যাতন করা হয়েছে- এমন কথা বলে তারা সহানুভূতি আদায়ের চেষ্টা করবে।

শনিবার মিয়ানমারের সেনাপ্রধানের ফেসবুক পেজ থেকে এসব কথা জানা গেছে উল্লেখ করে এএফপি জানিয়েছে, গত ৩০ এপ্রিল মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা মিন অং হলাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীকে অবরুদ্ধ করেছে আমিরাত
--------------------------------------------------------

গত বছরের ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে সেনা অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এসময় মিয়ানমার থেকে পালিয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

গত বছরই বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা পুনর্বাসনে রাজি হয়। তবে নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে ফিরতে রাজি হচ্ছে না রোহিঙ্গারা।

এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের যে অস্থায়ী ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে এক লাখের মতো মানুষের জায়গা হবে।

আরও পড়ুন :

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh