• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হিথ্রো বিমানবন্দরে ৫০টি কুমিরছানা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মে ২০১৮, ১০:৩৩

বন্যপ্রাণী পরিবহনের নীতিমালা লঙ্ঘন করায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ৫০টি জীবন্ত কুমিরছানা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কুমিরছানাগুলোকে মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছে। ক্যামব্রিজশায়ারের একটি খামারের জন্য এগুলোকে নিয়ে আসা হয়।খবর বিবিসির।

এক বছর বয়স্ক কুমিরছানাগুলো গাদাগাদি করে আনার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে পড়ে।

ছোট পাঁচটি বাক্স করে কুমিরগুলোকে নিয়ে আসা হয়েছে। জায়গা কম থাকার কারণে কুমিরগুলো বক্সের ভেতরেই লড়াই করছিল। এতে একটি কুমির মারা যায়।

যুক্তরাজ্য বর্ডার ফোর্সের মুখমাত্র গ্র্যান্ট মিলার জানান, কুমিরগুলোকে তেমন কোনও যত্ন নেয়া হয়নি সেটা পরিষ্কার।

ক্যামব্রিজশায়ারের একটি খামারে কুমিরছানাগুলো পাঠানোর কথা থাকলেও জব্দ করার পর তাদেরকে যুক্তরাজ্যভিত্তিক কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার্ড স্পিসিস(এসআইটিইএস) নামক একটি সংগঠনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গ্র্যান্ট মিলার বলেছেন, আমাদের প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গ করে এরকম কোন কিছুকেই আমরা বরদাস্ত করবো না। বন্যপ্রাণীদের পরিবহনের সময় আরও সতর্ক থাকা দরকার।

আরও পড়ুন :

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপকূলে বিপন্ন বহু প্রজাতির বন্যপ্রাণী, রক্ষায় নেই উদ্যোগ
X
Fresh