• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

স্বামীর পাসপোর্ট দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লিতে এক নারী

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মে ২০১৮, ১৭:৪৩

স্বামীর পাসপোর্ট দেখিয়ে চার হাজার ২শ মাইল পথ পাড়ি দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লীতে চলে গেলেন গীতা মোধা নামে এক নারী। ব্যবসায়িক কাজে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দিল্লি যাচ্ছিলেন তিনি। গত ২৩ এপ্রিল এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

ওই নারীর এক আত্মীয় জানান, ব্যবসায়িক কাজে দিল্লি যাওয়ার সময় ভুল করে তিনি স্বামীর পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলেন। তবে বিমানে চেক ইন করার সময় বিষয়টি ধরা পড়েনি। পরে দিল্লি পৌঁছানোর পর ইমিগ্রেশন ফরম পূরণের সময় তিনি ভুলটি বুঝতে পারেন।

এ ঘটনায় এমিরেটস এয়ারলাইন্স জানায়, তাদের কর্মীর ভুলের কারণেই এমনটা হয়েছে।

গীতা মোধার ওই আত্মীয় আরও জানান,পরে তাকে ভারতে আর ঢুকতে দেয়নি ইমিগ্রেশন এবং পরের ফ্লাইটে তাকে দুবাইতে ফেরত পাঠানো হয়। দুবাইতে এসে তাকে প্রায় এক রাত বিমানবন্দরেই থাকতে হয়। পরে এয়ারলাইন্সের কাছে তার নিজের পাসপোর্ট দেয়ার পর তাকে দিল্লি যাওয়ার অনুমতি দেয়া হয়।

এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এরই মধ্যে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিষটি তদন্ত করা হচ্ছে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
যে কারণে জেল থেকে বের হয়েই স্ত্রীকে হত্যা করল স্বামী 
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক স্বামী 
X
Fresh