• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের ধর্ষণের কথা অস্বীকার করলেন মিয়ানমারের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ মে ২০১৮, ১৬:৫২

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ধর্ষণের কথা অস্বীকার করলেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। মঙ্গলবার দেশটির রাজধানী নেইপিদোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। খবর প্রেস টিভি।

সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেন, রাখাইন রাজ্যে সেনা অভিযানে কোনো রোহিঙ্গা নারীদেরকে ধর্ষণ করা হয়নি এবং তাদের ওপর কোনো দমন-পীড়ন চালানো হয়নি। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা অভিযানকে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে দাবি করে আসছে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেন, ‘ভেরিফাইড’রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। সোমবার নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সাথে এক ঘণ্টার বেশি সময় বৈঠক করেন সু চি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইরান গোপনে পরমাণু কর্মসূচি চালাচ্ছে: নেতানিয়াহু
--------------------------------------------------------

উল্লেখ্য, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে এই মুহূর্তে মিয়ানমারে অবস্থান করছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে তারা মিয়ানমারের রাজধানী নেপিডোতে গিয়ে পৌঁছায়। এর আগে প্রতিনিধি দলটি দুদিন বাংলাদেশে ছিলেন। কক্সবাজারে তারা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে তারা রোহিঙ্গাদের মুখ থেকেই তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ শুনেছেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
X
Fresh