• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চীনে ছুরিকাঘাতে সাত স্কুলশিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল ২০১৮, ১৯:২৩

চীনের উত্তরাঞ্চলে একটি স্কুলের বাইরে এক ছুরি হামলার ঘটনায় কমপক্ষে সাত শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যক্তি ছুরি দিয়ে একটি মাধ্যমিক স্কুলের কাছে ১৯জন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। খবর বিবিসি, দ্য সানের।

কর্মকর্তারা বলছেন, চীনের শানজি প্রদেশে মিঝি কাউন্টিতে এ ঘটনা ঘটেছে। তারা জানাচ্ছেন, ওই শিক্ষার্থীরা বাসায় যাওয়ার সময় তাদের ওপর ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে তাদের হেফাজতে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থী মাটিতে পড়ে রয়েছেন। আর হতবিহ্ববল প্রত্যক্ষদর্শীরা হতাহতের ঘিরে রেখেছে।

স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মিঝি কাউন্টিতে তিন নম্বর মাধ্যমিক বিদ্যালয়ে ওই হামলার ঘটনা ঘটেছে।

শানজি প্রদেশের মিঝি কাউন্টির প্রোপ্রাগান্ডা ডিপার্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হতাহতের বয়স কত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা মাধ্যমিকের শিক্ষার্থী। সেক্ষেত্রে তাদের বয়স ১২ থেকে ১৫ মধ্যে হবে।

পুলিশ হামলাকারীর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর আগে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে চীনের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শতাধিক।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
X
Fresh