• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী বিদ্বেষী ছিলেন টরেন্টোর হামলাকারী অ্যালেক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ এপ্রিল ২০১৮, ১৯:২৬

কানাডার টরেন্টোর উত্তরাঞ্চলে ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে ১০ জনকে হত্যা করেন অ্যালেক মিনাসিয়ান। ২৫ বছরের এই যুবক হামলার ঠিক আগে অনলাইনে ‘রহস্যজনক’ কিছু বার্তা পোস্ট করেছিলেন। ওই পোস্ট থেকে বুঝা যায় নারী বিদ্বেষী ছিলেন তিনি।এমনটা জানিয়েছে কানাডার পুলিশ। খবর টেলিগ্রাফ, বিবিসি।

পুলিশ জানায়, হামলার ঠিক আগে অনলাইনে ‘রহস্যজনক’ কিছু বার্তা পোস্ট করেন অ্যালেক মিনাসিয়ান।

দেশটির পুলিশ তার ওই পোস্ট থেকে ধারণা করছে ‘তিনি নারী বিদ্বেষী ছিলেন’।

--------------------------------------------------------
আরও পড়ুন : শতভাগ আসনেই জিতব: মমতা
--------------------------------------------------------

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কাছে ২২ বছর বয়সী এক তরুণের গুলিতে ছয়জন নিহত হয়েছিল। ওই ঘটনার হামলাকারীর প্রশংসা করে হামলার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অ্যালেক মিনাসিয়ান।

এছাড়া ‘ইনভলান্টারি সেলিবেট’ নিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। আর ‘ইনভলান্টারি সেলিবেট’ হচ্ছেন তারা, যারা অনিচ্ছাকৃতভাবে বিয়ে অথবা অন্য কোনো ধরনের যৌন সম্পর্ক ত্যাগ করেছেন।

গাড়ি হামলাকারী অ্যালেক মিনাসিয়ানের সহপাঠীরা জানিয়েছেন, তিনি কম্পিউটারে খুব পারদর্শী। আর অন্যদের থেকে আলাদা প্রকৃতির ছিল মিনাসিয়ান। তবে কোনো উগ্রপন্থী আদর্শে বিশ্বাসী বলে তাকে মনে হয়নি।

স্কুলে তার সাবেক সহপাঠীরা জানিয়েছে, মিনাসিয়ান কারো সঙ্গে মেলামেশা করতেন না। স্কুলে তিনি ‘বিশেষ সহায়তা দরকার’ এমন তালিকাভুক্ত ছিলেন।

পুলিশ বলছে, এটি দুর্ঘটনাবশত নয় বরং ইচ্ছে করেই মিনাসিয়ান এই হামলা করেছেন।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কোয় হামলাকারী কারা এই আইএস-কে?
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২
X
Fresh