• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ১৪:১২
ফাইল ছবি

সৌদি কর্তৃপক্ষ দেশটিতে ড্রোন উড়ানোর আগে অনুমতি নেয়ার নির্দেশ জারি করেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রাজপ্রাসাদের কাছে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার একদিন পর কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশনা জারি করলো। খবর সৌদি গেজেট, তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর।

বিনোদনের জন্য ব্যবহৃত ড্রোনের ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের নীতিমালা ‘চূড়ান্ত পর্যায়ে’ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উল্লেখ করে এমনটাই জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

--------------------------------------------------------
আরও পড়ুন : মহারাষ্ট্রে নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৬ মাওবাদী নিহত
--------------------------------------------------------

ওই মুখপাত্র বলেন, ড্রোন চালানোয় আগ্রহী ব্যক্তিদের ‘নির্ধারিত এলাকায় পুলিশের কাছ থেকে ড্রোন চালানোর উদ্দেশ্য উল্লেখ করে অনুমতি নিতে হবে’।

তিনি বলেন, ওই নির্দেশনা জারির আগ পর্যন্ত সাময়িকভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

শনিবার সৌদির নিরাপত্তা বাহিনী রিয়াদের খুজামা এলাকায় রাজপ্রাসাদের বাইরে রিমোট চালিত একটি ড্রোন ভূপাতিত করে। ওই ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ হলে সেখানে তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমনও ধারণা তৈরি হয় যে তেলসমৃদ্ধ দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা রাজপ্রাসাদের খুজামা পয়েন্টে ‘একটি অননুমোদিত ছোট ড্রোন’ চিহ্নিত করেছি। পরে আমরা ‘নির্দেশনা অনুযায়ী’ সেটির ব্যবস্থা নিয়েছি।

তবে ওই ঘটনার সময় বাদশাহ সালমান রাজপ্রাসাদে ছিলেন না বলে জানায় কর্তৃপক্ষ।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
X
Fresh