• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা অবৈধ: সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল ২০১৮, ১০:৩৬

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন ঘোষণা ‘বাতিল ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন সৌদির বাদশাহ সালমান। রোববার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরানে আরব লীগের ২৯তম সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এই সম্মেলনকে ‘জেরুজালেম সামিট’ হিসেবে অ্যাখ্যা দিয়ে সৌদি বাদশাহ বলেন, আমরা জেরুজালেমের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আবারও জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।
--------------------------------------------------------
আরও পড়ুন : সিরিয়ায় সেনা রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করেছি: ম্যাক্রোঁ
--------------------------------------------------------

৮২ বছর বয়সী বাদশাহ সালমান এসময় মধ্যপ্রাচ্যে ইরানের ‘নগ্ন হস্তক্ষেপ’-এর সমালোচনা করে বলেন, আরব অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের কারণে আমরা নতুন করে জোরালোভাবে ইরানের নিন্দা জানাই।

এমন সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন এর একদিন আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিমান হামলা চালিয়েছে। সাত বছর আগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করে আরব লীগ। তাই সম্মেলনে সিরিয়ার নামে সিট থাকলেও সেটি ফাঁকা ছিল।

এদিকে বাদশাহ সালমান পূর্ব জেরুজালেমে ইসলামিক হেরিটেজ ব্যবস্থাপনার জন্য ১৫ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন। এছাড়া সৌদি আরব ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ কর্মসূচির জন্য আরও পাঁচ কোটি ডলার অনুদান দেবে বলে জানিয়েছেন বাদশাহ সালমান।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো দেশ
X
Fresh