• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমাদের ৭১টি মিসাইল ভূপাতিত করেছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৮, ১৮:২১

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছোঁড়া ১০৩টি ক্রুজ মিসাইলের ৭১টিই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আজ শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে লে. জেনারেল সের্গেই রুদস্কয় এমন দাবি করেছেন। খবর বিবিসি, আলজাজিরার।

তিনি বলেন, সিরিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুতে টমাহক ক্রুজ মিসাইলসহ কমপক্ষে ১০৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এরমধ্যে ৭১টিই মাঝ আকাশে ধ্বংস করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রুশ শীর্ষ এই সামরিক কর্মকর্তা আরও বলেন, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি পুনঃস্থাপন করেছে রাশিয়া। আর গেলো ছয় মাস ধরে এটাকে আরও উন্নত করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা প্রতিহত করতে রাশিয়ার তৈরি এস-১২৫, এস-২০০, ২কে১২ কাব অ্যান্ড বাকসহ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সিরিয়া।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমাদের বিমান হামলায় কেউ নিহত হয়নি। তবে দামেস্কে তিনজন আহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার সরকার বলছে, পশ্চিমা হামলায় তাদের মনোবল আরও বেশি জোরালো হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ শতাধিক ড্রোন-মিসাইল ছুড়ে ইসরায়েলে ইরানের হামলা
বাংলাদেশ সীমান্তের কাছে হেলিকপ্টার ভূপাতিত করল আরাকান আর্মি!
ইসরায়েলে এবার হুতিদের ব্যালিস্টিক মিসাইল হামলা
পশ্চিমাদের পাশ কাটিয়ে শেখ হাসিনার পাশে জাপান
X
Fresh