• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লিথুনিয়ার কাছে রাশিয়ান হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

বাল্টিক সাগরে বৃহস্পতিবার একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন। লিথুনিয়া ও পোল্যান্ডের মধ্যবর্তী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কিলিনইগ্রাদ অঞ্চলে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। খবর দ্য মস্কো টাইমসের।

কিলিনইগ্রাদে রাশিয়া নৌবাহিনীর বাল্টিক ফ্লিট জানিয়েছে, মস্কো সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পরীক্ষামূলক ফ্লাইটের সময় যুদ্ধ হেলিকপ্টার কেএ-২৯ বিধ্বস্ত হয়।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস বাল্টিক ফ্লিটের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, হেলিকপ্টারের দুইজন পাইলট নিহত হয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘স্বাভাবিক আবহাওয়ায়’ ওই হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এদিকে নিহতদের মৃতদেহ খুঁজতে অভিযান শুরু হয়েছে বলেও জানাচ্ছে রাশিয়ান নৌবাহিনী।

চলতি বছর এই নিয়ে কমপক্ষে তিনটি রাশিয়ান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো।

এর আগে বুধবার একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়। রাশিয়ার খাবারোভস্ক অঞ্চলে একটি প্রশিক্ষণ মিশনের সময় ওই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ওই অঞ্চলে একদিনের শোক ঘোষণা করা হয়।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
X
Fresh