• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার দাবি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ২২:৫২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে এবং আসির প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ১১ এপ্রিল বুধবার হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভিতে এ দাবি করা হয়। খবর রয়টার্স, মিডল ইস্ট আই।

সৌদি আরামকো কোম্পানি জাজানে একটি বড় তেল শোধনাগার পরিচালনা করে থাকে। বুধবার হুথি সংশ্লিষ্ট আল-মাসিরাহ চ্যানেলে বলা হয়, হুথিদের বিমান বাহিনীর পক্ষ থেকে জাজানে আরামকোর কাসেফ-ওয়ান বিমানে থেকে হামলা চালানো হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৫৭
--------------------------------------------------------

মিডল ইস্ট আই জানায়, কাসেফ-ওয়ান হলো একটি ড্রোন, গত বছর হুথিরা এটি উন্মোচন করেছিল।

মাসিরা চ্যানেল জানায়, একই মডেলের ড্রোন দিয়ে আসির প্রদেশের আভা বিমানবন্দরেও হামলা চালিয়েছে হুথিরা। তবে কোন সময়ে হামলাগুলো চালানো হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্রবাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী নানাভাবে চলমান সৌদি আগ্রাসনের জবাব দিচ্ছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
ওমরাহ ভিসার অপব্যবহারের ব্যাপারে হুঁশিয়ার করল সৌদি
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh