• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

একদিনের ব্যবধানে আরও জোরে কেঁপে উঠলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৮:৫৪

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল সোমবার দেশটিতে ৪ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। খবর খালিজ টাইমসের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে চিলির প্রায় ৫৪ কিলোমিটার দক্ষিণপশ্চিমের ওভালে ওই ভূমিকম্প আঘাত করে। তারা জানাচ্ছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৭৬ কিলোমিটার।

ভূমিকম্পের ঘটনায় রাজধানী সান্তিয়ানো ও অন্যান্য শহর কেঁপে ওঠে। এসময় বিভিন্ন ভবন দুলতে দেখা গেছে। কিন্তু চিলির জরুরি সেবা অফিস জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি তারা। একইসঙ্গে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঘড়ি সংগ্রাহকদের জন্য বিশ্বের সেরা ঘড়ি নিলামকারীর পরামর্শ
--------------------------------------------------------

এদিকে গতকাল ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি চিলির উত্তরাঞ্চলীয় সান পেদ্রো দে আটাকামায় আঘাত হানে। মাঝারি মাত্রার ওই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিলি বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে পাঁচশ’ জনের বেশি মানুষ নিহত হয়। এসময় সুনামিও হয়। তখন দুই লাখের বেশি বাড়িঘর ধ্বংস হয়।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
X
Fresh