• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের সঙ্গে আলোচনা নিয়ে নীরবতা ভাঙলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৬:৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে প্রথমবারের মতো নীরবতা ভাঙ্গলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকে ওয়াশিংটন-পিয়ংইয়ং এর মধ্যকার আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসি, দ্য টেলিগ্রাফ।

এর আগে ৯ এপ্রিল সোমবার এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মে মাসে কিংবা জুনের শুরুর দিকে তিনি কিমের সঙ্গে আলোচনা করতে চান।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ৯ এপ্রিল সোমবার কিম জন উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের উন্নয়ন এবং উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : নারী পুলিশকে যৌন হয়রানি: ৩ কর্মকর্তা বরখাস্ত
--------------------------------------------------------

এর আগে ৮ এপ্রিল রোববার নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া এক গোপন বৈঠকে পিয়ংইয়ং সরাসরি এ নজিরবিহীন বৈঠকে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার ব্যাপারেও সরাসরি সম্মতি জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত মাসে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমের সঙ্গে বৈঠকে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি অনুষ্ঠিত হয় তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক। তবে এখন পর্যন্ত বৈঠকের স্থান অথবা সময় আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
চতুর্থবারের মতো নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প
X
Fresh