• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনের ট্রাম্পকার্ড কিম!

আহাম্মদ উল্লাহ সিকদার

  ০৮ এপ্রিল ২০১৮, ১৫:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বাগযুদ্ধ শুরু হয়। এরমধ্যে গেলো বছরের শেষদিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ওয়াশিংটনের চক্ষুশূলে পরিণত হয় পিয়ংইয়ং। কিন্তু কোনোভাবেই পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বন্ধ করতে না পেরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করে।

তারপরও দমানো যাচ্ছিল না উত্তর কোরিয়াকে। বিশ্ব রাজনীতিতে ‘ওপেন সিক্রেট’ বড় ভাই চীনের আশীর্বাদপুষ্ট হয়েই স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকেন কিম। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে কোরিয়ান উপদ্বীপে শান্তির বাতাস বইতে শুরু করে। আচমকা ঘোষণা দিয়ে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে যোগ দেয় উত্তর কোরিয়া। শুধু তাই নয় সেখানে তার বোন কিম ইয়ো জং-কে পাঠান কিম জং উন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ দিতে অনিচ্ছুক ভারত
--------------------------------------------------------

মূলত এরপর থেকেই শান্তি আলোচনার ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে যুক্তরাষ্ট্র এবং তার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান। ওই আলোচনা আদৌ হবে কিনা আর হলেও সফল হবে কিনা সেটি নিয়ে আশঙ্কাবাদীর সংখ্যাও কম নয়। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু শুরু থেকেই আশাবাদী। এমনকি ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী সিআইএ প্রধান মাইক পম্পেও-ই নাকি ওই আলোচনার ব্যাপারে বেশি উৎসুক। তবে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনার ব্যাপারে নাকি আগ্রহ ছিল না তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের। তাই তাকে চাকরি থেকে হাত ধুতে হয়।