• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে আসছেন মিয়ানমারের পুনর্বাসনমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ এপ্রিল ২০১৮, ১১:৩৪

মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত আয়ে আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসবেন বলে জানা গেছে।

ড. উইন মিয়াত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ আসছেন বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি নে উইন। খবর ইলেভেন মিয়ানমার, এএফপির।

নে উইন বলেন, বাংলাদেশে যাওয়ার জন্য তারিখ জমা দেয়া হয়েছে। কিন্তু ওই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমার ধারণা, সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল হতে পারে।

এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের পরিত্যক্ত জমিতে আবাস গড়ে তুলতে বাংলাদেশের বেশ কয়েকটি বৌদ্ধ পরিবার সীমান্ত পাড়ি দিয়েছে বলে জানা গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রোহিঙ্গাদের জমি দখলে বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখাচ্ছে মিয়ানমার
--------------------------------------------------------

বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি ও বনাঞ্চলীয় এলাকায় বসবাসরত ৫০টি পরিবার ফ্রি খাবার ও জমির লোভে এরইমধ্যে রাখাইন রাজ্যে পৌঁছেছে।

স্থানীয় কাউন্সিলর মুইং সুই থিওয়ি বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা থেকে মারমা ও ম্রো উপজাতি পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি বলেন, সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল থেকে গেলো মাসে ২২ পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে।

মুইং সুই থিওয়ি বলেছেন, চলে যাওয়া পরিবারগুলোর বেশিরভাগই বৌদ্ধ। তবে কিছু খ্রিস্টান পরিবারও রয়েছে। তাদের পাঁচ বছরের জন্য ফ্রি জমি, নাগরিকত্ব ও ফ্রি খাবারের ‘লোভ দেখিয়েছে মিয়ানমার’।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
X
Fresh