• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে ১০ হাজার স্কুল বন্ধের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ এপ্রিল ২০১৮, ১৩:৪৩
ফাইল ছবি

সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির প্রায় ১০ হাজার স্কুল বন্ধ বা একত্রীকরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। তারা জানাচ্ছে, আগামী শিক্ষাবর্ষের শুরু হওয়ার আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এমন খবর ছেপেছে দ্য নিউ খালিজ নামের একটি পত্রিকা।

সৌদি কর্মকর্তারা দেশটির স্কুলগুলোতে জরিপ চালিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছেন, যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২০ এর চেয়ে কম এবং চার থেকে ছয়জন শিক্ষক রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ছাত্রীর চিঠি খুঁজতে তোলপাড় মোদির কার্যালয়
--------------------------------------------------------

কর্তৃপক্ষের দাবি, এসব স্কুল অলাভজনক। কেননা সরকার প্রতি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীর মাথাপিছু দুই লাখ সৌদি রিয়াল খরচ করে।

ওই জরিপে আরও দেখা গেছে, ২৪ হাজার সরকারি স্কুলের মধ্যে নয় হাজার ৫৫৩টি স্কুলেই শিক্ষার্থীর সংখ্যা ১০০’র কম।

এর আগে ২০১৪ সালেও এ ধরনের একটি জরিপ চালানো হয়েছিল। তখন জরিপের ফলাফলের ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক স্কুল বন্ধ করে দেয়া হয়েছিল। তবে সৌদির শিক্ষা মন্ত্রণালয় তাদের এ পদক্ষেপের সাফাই গেয়েছে। তারা বলছে, এতে করে খরচ যেমন কমবে তেমনি শিক্ষার মানও উন্নত হবে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh