• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিমানে উঠবেন, কোমরের মাপ কত বলেন?

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৮, ২২:০২

কোমরের মাপ ৫৬ ইঞ্চির বেশি হলে বিমানে উঠতে পারবেন না যাত্রীরা। অতিরিক্ত ওজনের যাত্রীদের জন্য এমন বার্তাই দিয়েছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। খবর ইন্ডিপেনডেন্ট।

থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানায়, যাদের কোমরের মাপ ৫৬ ইঞ্চির কম শুধু তারাই এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ ‘ড্রিমলাইনার’র ফ্লিটের বিজনেস ক্লাসে আসন গ্রহণ করতে পারবেন। যাত্রী নিরাপত্তায় প্রিমিয়াম কেবিনে সেফটি বেল্টের সঙ্গে এয়ারব্যাগ সংযুক্ত করা হয়েছে। মাথার উপরে থাকা এয়ারব্যাগ জরুরি অবস্থায় পড়ে যেনো যাত্রী মাথায় আঘাতপ্রাপ্ত না হয় সে জন্যই এ ব্যবস্থা।

এয়ারব্যাগ প্রস্তুতকারী অ্যারাইজোনার ‘এমসেফ’ জানায়, সেফটি বেল্টের সঙ্গে এয়ারব্যাগ সংযুক্তির নতুন পদ্ধতিটি স্বয়ংসম্পূর্ণ। প্লেন দুর্ঘটনার সময় যাত্রীরা যেনো মাথায় আঘাত না পান সেই সুরক্ষার কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। আর যাদের কোমরের মাপ ৫৬ ইঞ্চির বেশি তারা নতুন এ পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন না।

উল্লেখ্য, সাধারণত প্লেন ভ্রমণে মোটা যাত্রীরা অতিরিক্ত বেল্ট পেয়ে থাকেন।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
X
Fresh