• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে পশ্চিমবঙ্গের আসানসোলে ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ ২০১৮, ২১:৪৮

সাম্প্রদায়িক সহিংসতার কারণে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত। খবর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসানসোল শহরের মধ্যে অনেক জায়গায় পুলিশ ক্যাম্প বসিয়েছে। আসানসোলের কিছু এলাকায় পরিস্থিতি শুক্রবারেও স্বাভাবিক হয়নি। শুক্রবার আসানসোল বাজারের একাংশ খুললেও মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি।

যদিও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ বলেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।’

--------------------------------------------------------
আরও পড়ুন: রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা
--------------------------------------------------------

এদিকে সহিংসতার বিষয়ে সরেজমিন খোঁজ নিতে পশ্চিমবঙ্গের আসানসোলে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। চারজনের ওই দলে আছেন রাজস্থানের ওম প্রকাশ মাথুর, বিহারের শাহনওয়াজ হোসেন, বাংলার রূপা গঙ্গোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের বিষ্ণুদয়াল রাম। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে গঠিত ওই দলের রোববার আসানসোল যাওয়ার কথা।

আজ ৩১ মার্চ শনিবার আসানসোল-রাণীগঞ্জ সফরে গেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বৃহস্পতিবার স্থানীয় এক ইমামের ছেলে সহিংসতায় নিহত হয়।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
X
Fresh