• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কারাগার থেকে পালাল ১৭০ কয়েদি!

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৬, ১০:৫৭

হাইতির কারাগার থেকে পালিয়ে গেলো ১৭০ কয়েদি। রাজধানী পোর্ট অব প্রিন্সের ৪৫ কিলোমিটার উত্তরের আরকাহাই শহরের কারাগার থেকে পালিয়েছেন এ বন্দীরা। পালানোর আগে কারাগারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দীদের গুলি বিনিময় হয়। এতে ১ নিরাপত্তারক্ষী ও ১ বন্দী মারা যান।

গুরুতর আহত হয়েছেন আরো দু’জন বন্দী। সংঘর্ষের সময় নিরাপত্তারক্ষীদের ৫টি রাইফেল চুরি করেন বন্দীরা। ঘটনার পর জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তায় বন্দীদের ধরতে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত আটক করা গেছে ১১ জনকে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত পোশাক পরিহিত না থাকায় জনসাধারণের সঙ্গে মিশে যেতে সুবিধা হয়েছে বন্দীদের।

এদিকে, কয়েদিদের পালানোর কারণ হিসেবে জেলের মধ্যে চলা দাঙ্গাকে দায়ী করেছে দেশটির সরকার।

বিশ্বের বাজে জেলখানাগুলোর মধ্যে হাইতির জেলখানাগুলো অন্যতম। সেখানে ধারণক্ষমতার থেকে কয়েদির সংখ্যা থাকে অনেক বেশি। কয়েদিদের বিচারকাজ শেষ হতে লেগে যায় কয়েক বছর।



এফএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh