• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের দেশে এয়ারপোর্টে হেনস্তা হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মার্চ ২০১৮, ১৬:২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গেলে সেখানে বিমানবন্দরে অমর্যাদাকর তল্লাশির মুখে পড়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। পাকিস্তানের কয়েকজন সরকারি কর্মকর্তার ভিসা বাতিলসহ ইসলামাবাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন খবরের মধ্যে এ ধরনের ঘটনা ঘটলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পারমাণবিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে সোমবার পাকিস্তানের সাতটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এদিকে দুদিন ধরে পাকিস্তানের টেলিভিশনে শহীদ খাকান আব্বাসির সিকিউরিটি চেকের ভিডিও সম্প্রচারিত হচ্ছে। সেখানে দেখা যায়, পাক প্রধানমন্ত্রী ব্যাগ ও কোট হাতে বিমানবন্দরের নিরাপত্তা চেকিং পার হয়ে আসছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিয়ানমারে সু চির আজ্ঞাবহ প্রেসিডেন্ট
--------------------------------------------------------

এরপরই পাকিস্তানের মিডিয়া ওই ঘটনার ব্যাপক সমালোচনা শুরু হয়। কেউ কেউ বলছেন, এ ঘটনায় পাকিস্তানের ‘মর্যাদাহানি হয়েছে’। তিনি দেশের জন্য ‘লজ্জা বয়ে এনেছেন’ বলেও মন্তব্য করেছেন অনেকে।

অসুস্থ বোনকে দেখতে গেল সপ্তাহে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে তিনি এক অনির্ধারিত বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার বিষয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, তা নিরসনে পাকিস্তানের আরও কিছু করার আছে বলে জানিয়ে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

আরও পড়ুন:

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh