• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাসপাতাল ছেড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মার্চ ২০১৮, ১৪:৫৪

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তার অফিস জানিয়েছে, প্রচণ্ড জ্বর ও কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবর স্কাই নিউজের।

৬৮ বছর বয়সী এই রাজনীতিককে হাদাসাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই সপ্তাহ আগে অসুস্থ হওয়ার পর পুরোপুরি সুস্থ হননি এমনটি উল্লেখ করে নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নেতানিয়াহু বিমান ভ্রমণের কারণে সামান্য অসুস্থ ছিলেন উল্লেখ করে হাসপাতাল তাকে ছেড়ে দেয়।

নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি চিকিৎসা চালিয়ে নিতেও বলেছেন তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভুল স্টেশনে ট্রেন, হতভম্ব যাত্রীরা
--------------------------------------------------------

ঘুষ, প্রতারণা ও জনগণের বিশ্বাস ভঙ্গের দায়ে নেতানিয়াহুকে অভিযুক্ত করতে সুপারিশ করে পুলিশ। এর কয়েক সপ্তাহ পরই তিনি অসুস্থ বলে হাসপাতালে চিকিৎসা নিতে যান।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘পক্ষপাতী, চরম এবং সুইস পনিরের মতো ছিদ্রযুক্ত’ বলেছেন।

দুটি ভিন্ন মামলায় ২০১৭ সালের শুরুর দিক থেকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে।

যদিও নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন এ ধরনের অভিযোগ থেকে ‘কোনো কিছুই বের হবে না।’

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগারে বসেই এবার ঘুষের দায়ে অভিযুক্ত ইমরান
মরদেহ নিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ, ঘুষের টাকা ফেরত দিলেন কর্তৃপক্ষ
রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত
‘ঘুষ দিয়ে অনুমোদন নেওয়া মসজিদে নামাজ পড়া নাজায়েজ’
X
Fresh