• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কিম জং-শি জিনপিংয়ের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মার্চ ২০১৮, ১০:২৮

গত কয়েকদিন ধরে কানাঘুষা চলছিল যে উত্তর কোরিয়ার নেতা চীন সফরে যাচ্ছেন। প্রাথমিকভাবে দুই দেশ এ ধরনের খবর নিয়ে নিরব থাকলেও শেষপর্যন্ত সেটাই সত্যি হলো। বেইজিংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের কর্মকর্তারা। খবর বিবিসির।

চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ব্যবহার করেন এমন একটি ট্রেন যখন বেইজিং দেখা যায়, তখন থেকেই এ নিয়ে গুজব শুরু হয়। কিন্তু দুই দেশের কেউই তখন বিষয়টি নিশ্চিত করেননি।

এখন চীনের রাষ্ট্রীয় সংস্থা শিনহুয়া জানাচ্ছে, কিম চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে 'সফল আলোচনা' করেছেন।

কিমের এই সফরকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।