• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মার্চ ২০১৮, ২২:০০

রাশিয়ায় সাইবেরিয়ান শহর কেমেরোভোয় রোববারে একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হওয়ার ঘটনায় সেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪১ জনই শিশু। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববারের অগ্নিকাণ্ডের জন্য ‘অপরাধমূলক অবহেলার’ অভিযোগ করেছেন।

স্বজনদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এখনও ৮৫ জন নিখোঁজ রয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই শিশু।

তদন্তকারীরা বলছেন, উইন্টার চেরি মলে ফায়ার অ্যালার্ম সুইচ অফ এবং বাহির হবার রাস্তাও বন্ধ ছিল।

মঙ্গলবার কয়েক হাজার মানুষ স্থানীয় সরকারের সদরদপ্তরের বাইরে সমাবেশ করে। এসময় তারা অগ্নি নিরাপত্তা স্বল্পতার কারণে কর্মকর্তাদের বরখাস্ত করার দাবিতে স্লোগান দিতে থাকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ব্রিটিশ এমপিদের না করে দিলেন জাকারবার্গ
--------------------------------------------------------

এসময় ‘পুতিন তুমি পদত্যাগ করো’ স্লোগানও শোনা যায়।

কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। তবে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি উইন্টার চেরি মলে ‘গুরুতর নিয়ম লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন।

আগামীকাল বুধবার রাশিয়া জুড়ে একদিনের শোক ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানাচ্ছে, প্রায় সাত ঘণ্টা প্রতিবাদ করার পর কর্মকর্তারা বিক্ষোভকারীদের সমাবেশস্থল ত্যাগ করার আহ্বান জানালে তারা দুয়ো ধ্বনি দেয়।

আঞ্চলিক ডেপুটি গভর্নর সের্গেই সিভিলেভ পরে হাঁটু গেড়ে ক্ষমা চাইলে বিক্ষোভকারীরা করতালি দেয়।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
X
Fresh