• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ধূমপায়ী হাতি, বিজ্ঞানীদের বিস্ময়!

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মার্চ ২০১৮, ১৭:৫৩

২০১৬ সালের এপ্রিল মাসে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির বিজ্ঞানী বিনয় কুমার কর্নাটকের নাগারহোল বনে কাজ করার সময় একটি ভিডিও ধারণ করেন। কিন্তু ভিডিওটির গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে না পারায় তিনি এতোদিন ভিডিওটি প্রকাশ করেননি।

বিনয় বিবিসিকে জানান, ভোরে তিনি ও তার দল বাঘের ছবি নেওয়ার জন্য পেতে রাখা ক্যামেরার ফাঁদ দেখতে বনে যান। এসময় প্রায় ৫০ মিটার দূরে ওই মাদি হাতিটিকে দেখা যায়। তখন নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করি।

তিনি বলেন, হাতিটিকে দেখা যায় বনে জ্বালানো আগুনে পোড়া কাঠ থেকে কয়লা তুলে খাচ্ছে এবং কয়লা থেকে ছাই বের করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিয়ানমারের সেনাপ্রধানের বক্তব্যে বিস্মিত জাতিসংঘ মহাসচিব
--------------------------------------------------------

বিনয় বলেন, ওই দিন আমরা যা দেখেছি তাতে মনে হয়েছে হাতিটি ধূমপান করছে, সে তার শুঁড় দিয়ে অনেকগুলো ছাই তুলে মুখের কাছে নিয়ে সেগুলো ফু দিয়ে উড়িয়ে দিচ্ছিল যা ধোঁয়ার মতো দেখাচ্ছিল।

হাতি বিশেষজ্ঞ জীববিজ্ঞানী বরুন আর. গোস্বামী ভিডিওটি পরীক্ষা করে বলেন, খুব সম্ভবত হাতিটি কাঠ কয়লা খাওয়ার চেষ্টা করেছিল। বনে জ্বলে যাওয়া ভূমি থেকে তাকে কিছু তুলতে দেখা গেছে, শুঁড় দিয়ে তোলা উপাদানগুলো থেকে ছাইগুলো উড়িয়ে দিয়ে বাকীটা খেয়ে নিয়েছে হাতিটি।

তিনি বলেন, বিষ শুষে নেওয়ার উপকরণ হিসেবে কয়লার ভালো গুণাগুণ আছে। এটার মধ্যে পুষ্টি উপাদান তেমন কিছু না থাকলেও ঔষধীগুণ থাকায় বন্য প্রাণীরা হয়তো এতে আকৃষ্ট হয়।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই প্রাণনাথ ভারতের জেলে
হাতিয়ার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন সুইডেনের রাজকন্যা 
হাতিয়ায় জেলেপল্লিতে সুইডেনের রাজকন্যা
X
Fresh