• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউরোপে কমলা রঙের তুষারপাত!

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মার্চ ২০১৮, ১২:৩৫

তুষারপাত ইউরোপের দেশগুলোতে নিত্যনৈমিত্তিক বিষয়। তাই বলে কমলা রঙের তুষার! বিষয়টি বিস্ময়কর হলেও সত্যি, পূর্ব ইউরোপের কয়েকটি দেশের বাসিন্দাদের চোখে ধরা পড়েছে কমলা রঙের তুষার। রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মলদোভার লোকজন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কমলা রঙের তুষার’-এর ছবিও শেয়ার করছেন। খবর বিবিসি।

এ নিয়ে আবহাওয়াবিদরা বলেন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। সাহারা মরুভূমিতে উৎপন্ন ধুলো ঝড়ের সঙ্গে বৃষ্টি ও তুষারের মিশ্রণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি পাঁচ বছরে একবার এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু এবার ধুলো ঝড়ের পরিমাণ বেশি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফেসবুক কেলেঙ্কারির আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো মার্কিন সরকার
--------------------------------------------------------

আবহাওয়াবিদরা আরও জানান, বছরের এ সময়ে সাহারায় ধুলো ঝড়ের পরিমাণ বেড়ে যায় বলে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশেই কমলা রঙের তুষারপাত হয়। মরুভূমির বালুর কারণে তুষারের রং সাদা থেকে পাল্টে কমলা হয়ে গেছে।

বালি ঝড়ের কারণে দেশগুলোর লোকজনের চলাফেরায়ও ব্যাঘাত ঘটছে। মুখে বালি জমে থাকার অভিযোগও করেছেন অনেকেই। রাশিয়ার সচি শহরের অবকাশযাপন কেন্দ্রগুলো থেকে তুষারে স্কিপিং করতে আসা স্কিয়ারসরা এই অদ্ভুত দৃশ্যের ছবি ধারণ করেন।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
বৈধ পথে ইউরোপ প্রবেশে সুখবর 
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
X
Fresh