• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটিশ পাসপোর্ট বানাচ্ছে ফরাসি-ডাচ কোম্পানি!

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মার্চ ২০১৮, ২১:২৭

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেনের পাসপোর্ট ফের গাঢ় নীল রঙে ছাপা হবে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যেই ব্রিটিশ পাসপোর্টকে ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অভিব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন সেটি ছাপার দায়িত্ব পেয়েছে ফরাসি-ডাচ কোম্পানি। খবর রয়টার্সের।

তবে এমন খবর চাউর হবার পর সেটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তির কারণ হয়ে দেখা দিয়েছে।

এখন ব্রিটিশ পাসপোর্ট তৈরি করে দে লা রুয়ে নামের ব্রিটিশ প্রতিষ্ঠান। তবে কোম্পানিটির সিইও মার্টিন সাদারল্যান্ড বলেছেন, দাম কমে যাওয়া নতুন সংস্করণের দরপত্র পাননি তারা।

ব্রিটিশ পত্রিকা সান জানিয়েছে, দে লা রুয়ের পরিবর্তে ফরাসি-ডাচ কোম্পানি গেমালটো ওই দরপত্র পেয়েছে। তবে গেমালটো এ ধরনের খবরের ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই দেখায়নি।

এদিকে ব্রেক্সিটপন্থী ট্যাবলয়েড ডেইলি মেইল বিস্ময় প্রকাশ করে শিরোনাম করেছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাসপোর্টের ক্ষেত্রে বিশেষ কোনো রং নেই। তবে তারা সদস্য রাষ্ট্রগুলোকে লালচে রঙের পাসপোর্টের ব্যাপারের পরামর্শ দেয়। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়া ক্রোয়েশিয়া তাদের পাসপোর্টের রং এখনও নীল রেখেছে।

অন্যদিকে দে লা রুয়ের ৪০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি আগামী বছরের জুলাইয়ে শেষ হবে।

তবে পাসপোর্টের দরপত্র ফরাসি-ডাচ কোম্পানি পাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত হবার পর ১৯৮৮ সাল থেকে সংস্থাটির বেঁধে দেয়া লালচে রঙের পাসপোর্ট ব্যবহার করে আসছে ব্রিটেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজে অভিযানে মালিকপক্ষের আপত্তি
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
জিম্মি জাহাজে অভিযানে ঢাকার অনুমতি চেয়েছিল ইইউ
আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh