• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কোরআনের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল পিকেকে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মার্চ ২০১৮, ১৯:৫২

তুরস্কের সেনাবাহিনী আফরিনে একটি কোরআনের ভেতর থেকে বৃহস্পতিবার বিস্ফোরক ‍উদ্ধার করেছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় সিরিয়া থেকে পিকেকে সন্ত্রাসীরা একটি কোরআনের ভেতর থেকে ওই বিস্ফোরক উদ্ধারের কথা জানিয়েছে। খবর আনাদোলুর।

সূত্রগুলো জানিয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় আফরিনের শেখ উবাসি গ্রামে এক অভিযানে একটি বাড়ির দেয়ালে ওই বিস্ফোরক বোঝাই কোরআনটি ঝোলানো ছিল।

নিরাপত্তা সূত্র বলছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ওই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে ১৪ মার্চ একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন বিস্ফোরক বোঝাই একটি কোরআন বিস্ফোরণের ঘটনায় এক তুর্কি সেনা নিহত হয়।

ওই হামলার পর নিরাপত্তা বাহিনী জানায়, বিদেশি গোয়েন্দারা সন্ত্রাসীদের এ ধরনের বিস্ফোরক বানাতে প্রশিক্ষণ দিয়েছে।

তারা বলছে, তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের দিয়ারবারিক, সিরনাক, হাক্কারি ও মারদিন প্রদেশে পিকেকে প্রায়ই এ ধরনের কৌশল ব্যবহার করে হামলা চালিয়ে থাকে।

গেলো ২০ জানুয়ারি তুরস্কের সেনাবাহিনী অলিভ ব্রাঞ্চ নামে উত্তরপশ্চিমাঞ্চলীয় সিরিয়ার আফরিনে অভিযান শুরু করে। রোববার তুরস্ক সমর্থিত বাহিনী আফরিনের কেন্দ্র দখল করে নেয়। যেটি ২০১২ সাল থেকে পিকেকে অন্যতম বড় একটি গোপন আস্তানা ছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিয়াম-মেহজাবীনের বিস্ফোরক পোস্ট ঘিরে রহস্য
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
X
Fresh