• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অস্ট্রেলিয়ার তীরে ১৩০ তিমির করুণ মৃত্যু (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মার্চ ২০১৮, ১৯:১৭

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে ১৩০টি তিমি মারা গেছে। ওই তিমিগুলো ঢেউয়ের সঙ্গে এসে ভেসে এসে ওই উপকূলে আটকা পড়েছিল। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার সকালে হামেলিন উপসাগরে জীবিত বাকি ১৫ তিমিকে উদ্ধারে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবক ও ভেটেনারিরা ছোট পাখনার পাইলট তিমিকে উদ্ধার করে সেগুলোকে সাগরে ছেড়ে দেয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি একটি তিমিকে সাগরে ঠেলে দেয়ার চেষ্টা করেছেন। তবে সেটি আবারও সমুদ্রসৈকতে ফিরে এসেছে।

বায়োডাইভার্সিটি বিভাগের পক্ষ থেকে জেরিমি চিক বলেন, বাতাস এবং সম্ভবত আর্দ্র আবহাওয়ার জন্য তিমির দলটি সাগর পাড়ে উঠে আসে। তিমিগুলো ছোট পাখনা যুক্ত বিশেষ প্রজাতির একটি দল।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফ্রান্সে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় নিহত ২
--------------------------------------------------------

আটকে পড়া তিমি উদ্ধারে কয়েক ডজন উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দল ওই এলাকায় হাঙ্গরের সতর্কতা জারি করে চলাচল থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

পাইলট প্রজাতির তিমি সাধারণত ৫ মিটার বা ১৬ ফিট লম্বা হয়ে থাকে। এদের কেবল উপকূলীয় ও উপক্রান্তীয় অঞ্চলেই দেখা যায়।

তবে ওই তিমিগুলো কেন তীরে উঠে এসেছে এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি গবেষকরা।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh