• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অমিত শাহকে খুনি অভিযুক্ত করলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মার্চ ২০১৮, ২২:৩৮

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ খুনে অভিযুক্ত। বললেন দেশটির প্রাচীনতম রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। রোববার কংগ্রেসের প্লেনারি অধিবেশনের শেষ দিনে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এমনটা বললেন রাহুল। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দবাজার পত্রিকা।

নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে সমাপনী ভাষণ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেই ভাষণে তীব্র আক্রমণ করলেন মোদি-অমিত শাহ জুটিকে।

২০১৯-এ লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় সরকারের মেয়াদ এখনও অন্তত এক বছর আছে।

প্লেনারি অধিবেশনের মঞ্চ থেকে কংগ্রেস সভাপতি স্পষ্ট বুঝিয়ে দিলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে কংগ্রেস।

রাহুল গান্ধী বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে যে ব্যক্তি আছেন তিনি খুনে অভিযুক্ত। কংগ্রেসে এমনটা হলে কিন্তু দেশবাসী মেনে নেবেন না, কারণ কংগ্রেসের কাছ থেকে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি।

তিনি আরও বলেন, বিজেপি শুধু ক্ষমতার জন্য লড়ছে। ২০১৯ সালে যে বিজেপির জয় হবে না, তা এখন থেকেই বুঝতে পারছেন নরেন্দ্র মোদি।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহুল ও পুরান ঝড়েও রক্ষা পেলো না লখনৌ, শুভসূচনা রাজস্থানের
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
X
Fresh