• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কী বললেন ট্রাম্প-হিলারি

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৬, ১৫:১৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত বিতর্কে অংশ নিলেন দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। এবারও হেরে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ বিতর্কেও অব্যাহত থাকে একে অন্যের প্রতি দোষারোপ।

ট্রাম্প যা বললেন

  • হিলারি জঘন্য নারী।
  • নির্বাচনের ফলাফল মেনে নেবার ব্যাপারে পরে কথা বলব। তবে হিলারিকে নজরদারিতে রাখবো।
  • যারা যৌন হয়রানির অভিযোগ করেছেন তাদের সঙ্গে হিলারি জড়িত। এসব অভিযোগ তারই তৈরি।
  • পুতিনের ঘনিষ্ঠ নই। তবে হিলারির চেয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তিনি (পুতিন) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনকে সম্মান দেন না।
  • নির্বাচিত হলে অভিবাসীদের দেশ থেকে বের করে দিবো।
  • প্রেসিডেন্ট হলে গর্ভপাত না করার পক্ষে থাকব। গর্ভপাত না করার বিষয়ে বিভিন্ন আদালতের দেয়া রায়গুলো টিকিয়ে রাখবো

হিলারি যা বললেন

  • ট্রাম্প পুতিনের ‘পাপেট’ হিসেবে কাজ করছেন। সে সঙ্গে হিলারিকে হারাতে অনবরত পুতিনের দারস্থ হচ্ছেন।
  • সন্ত্রাসী কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করছেন ট্রাম্প।
  • আমি মনে করি গর্ভপাত প্রত্যেক নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ সিদ্ধান্ত। আর তা নেয়ার অধিকার তাদের আছে।
  • অভিবাসীদের আমরা বিপদে ফেলতে পারি না।
  • প্রতি বছর ৩৩ হাজার মানুষ মারা যাচ্ছে বন্দুক ব্যবহারের জন্য। আর সে কারণেই অস্ত্র নিয়ন্ত্রণ আইন হওয়া উচিত।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh